আমাদের জাতীয় প্রানীর নাম রয়েল বেঙ্গল টাইগার। পৃথিবীর আর কোন দেশে এই বাঘটি দেখা যায় না, শুধুমাত্র বাংলাদেশেই। এর সৌন্দর্যে সকলেই বিমোহিত।রয়েল বেঙ্গল টাইগারেরও রয়েছে বিভিন্ন রহস্যময় তথ্য। আসুন জেনে নেয়া যাক সেই অজানা তথ্য-
# বাঘদের বিড়ালের বংশের সদস্য বলে মনে করা হয়। বাঘেরা তাদের শক্তি ও দ্রুতগতির জন্য বেশি পরিচিত। রয়েল বেঙ্গল টাইগারদের মধ্যে পুরুষ টাইগাররা ১০ ফুট লম্বা হয় এবং মহিলা টাইগাররা ০৯ ফুট লম্বা হয়।
# পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের ওজন ২২৫ কেজি এবং মহিলা রয়েল বেঙ্গল টাইগারের ওজন ১৩৫ কেজি।
# রয়েল বেঙ্গল টাইগারের জীবনকাল ১৫ বসরের মত হয়। পরিবেশ ভালো হলে ১৬ থেকে ১৮ বছর পর্যন্ত বাঁচে।
# বাঘের একসাথে ২ থেকে ৪ টি বাচ্চা জন্ম দেয়।
# রয়েল বেঙ্গল টাইগার শুকর, হরিণ এবং ষাঁড় খেতে বেশি পছন্দ করেন।
# তারা দৌড়িয়ে শিকার করতে বেশি পছন্দ করেন।
# পুরুষ বাঘ একা একা চলতে ভালবাসে।
# বাঘ একই সময়ে প্রায় ৪০ কেজি মাংস একসাথে খেতে পারে।
# বাঘেরা পানি খেতে পছন্দ করে না। তারা পানিতে নেমে সম্পূর্ণ শরীর ভিজিয়ে রাখতে পছন্দ করেন।
# রয়েল বেঙ্গল টাইগারের লেজ প্রায় ৯০ সেন্টিমিটার এর চেয়ে বড়।
# রয়েল বেঙ্গল টাইগারের বিভিন্ন উপজাতি সাইবেরিয়ায়, দক্ষিণ চীন ও ইন্দোচীন এ পাওয়া যায়।
# বাঘের বাচ্চাদের প্রায় অর্ধেকই ২ বছর বয়সের মধ্যে মারা যায়।
# বাঘের বাচ্চারা ২ বছর বয়স থেকে মা বাঘের কাছ থেকে দূরে সরে যায়।
# বাঘদের একটি গ্রুপ ‘অতর্কিত’ বা ‘কষ’ নামে পরিচিত।
# বাঘেরা খুব ভাল সাঁতারু হয়, তারা একটানা প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে।
# বাঘেরা রাতের বেলা ও একা একা শিকার করতে পছন্দ করে।
# এরা প্রতি ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে।
# বাঘেরা খুব সহজেই ৫ মিটার দূরে লাফ দিতে পারে
CLICK HERE '' https://www.youtube.com/watch?v=oTgt8IMTXLc
